আর এই তিনটি প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক কন্টেন্ট তৈরি করা,
এমন কন্টেন্ট যা কোল্ড কাস্টমারের মনোযোগ আকর্ষন করতে পারে।
এমন কন্টেন্ট তৈরি করা যা কানেক্টেড অডীয়েন্সকে এঙ্গেইজড করতে পারে।
এবং এমন কন্টেন্ট তৈরি করা যা এঙ্গেইজড কাস্টমারকে কিনতে উৎসাহিত করে।
আর এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য দরকার হয় দক্ষ্যতার। দক্ষ্যতা আসে কাজ করতে করতে, ভুল করতে করতে।
এবং সুসংবাদ হচ্ছে আমি এই ভুল গুলো করেছি। প্রায় ১২ বছরের বেশি সময় ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। প্রতিষ্ঠা করেছি নিজের একাধিক ডিজিটাল এজেন্সি। কাজ করেছি পৃথিবীর অনেক পপুলার প্রতিষ্ঠানের সাথে, যার মধ্যে ফিন্টেক, ইকমার্স হতে শুরু করে অনেক ব্র্যান্ড রয়েছে।
ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি প্রায় ১৫০০+ স্টুডেন্টকে (বিআইটিএম, ইএমকে)।
এর চাইতেও বড় সুসংবাদ হচ্ছে, আমার এই অভিজ্ঞতা থেকে যা শিখেছি, তা শেখার জন্য আপনার ১২ বছর কাজ করার দরকার নেই। আমি আপনার জন্য কাজ টুকু সহজ করে দিয়েছি।
প্রায় ৩৬৫ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এর একটি লিস্ট তৈরি করেছি যা প্রায় সব ধরনের ব্যবসার জন্য কাজ করবে।
আপনার শুধু এই আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে।
একটি লম্বা লিস্ট, যেখানে ৩৬৫ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এর আইডিয়া দেয়া আছে।
যেহেতু এক এক ধরনের ব্যবসার ক্ষেত্রে কন্টেন্ট এর ধরন এক এক রকম হয় তাই আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে দিয়েছি কিভাবে আইডিয়া গুলোকে কাজে লাগানো যায়।
কিভাবে কন্টেন্ট আইডিয়া গুলোকে কাজে লাগানো যায় বিভিন্ন ট্যুল দিয়ে।
এই প্রোগ্রামে বিশদ ভিডিও টিউটোরিয়াল রয়েছে যা আপনাকে ডিজিটাল মার্কেটিং সফল ভাবে আয়ত্ত করতে সহায়তা করে।
কাস্টমার’রা আমাদের সম্পর্কে যা বলে