অনলাইন জগতের মজার দিকগুলার মধ্যে একটা হচ্ছে অটোমেশন। ছোট একটি টুল আপনার অনেক অনেক কাজ করে দিতে পারে। সাধারন এক্সেল শিটের কথাই ভাবুন। সাধারন কিছু ফাংশন যোগ করে একটি সাধারন এক্সেল শিটকে আপনি আপনার একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমে রুপান্তরিত করে ফেলতে পারেন। এরকম হাজারো পেইড এবং ফ্রী টুল রয়েছে ইন্টার্নেটে। যা আপনার কর্ম দক্ষতা বারিয়ে তুলতে পারে। আপনি যদি অনলাইন প্রফেশনাল হয়ে থাকেন তাহলে ধরেই নেয়া যায় আপনি সারাদিন মাল্টিটাস্কিং এর চক্করে অতিষ্ট। তাই যত বেশি দায়িত্ব সফটওয়ারের উপর দিয়ে দেয়া যায় ততটাই মংগল। এতে রিল্যাক্সও থাকা যাবে, সাথে কাজ গুলাকে অনেকটা নির্ভুল ভাবেও করা যাবে।
ইফটিটিটি হচ্ছে তেমনই একটা মজার টুল। এর পুর্ন রুপ হচ্ছে ইফ দিস দ্যান দ্যাট। এর মুল ফর্মুলা হচ্ছে আপনি একটা কাজের সাথে আরেকটা কাজ এর সংযোগ ঘটাতে পারবেন। উদাহরন স্বরূপঃ
ধরুন আপনার প্রতি সোমবার কোন ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়। আপনি একটা মেইল রিমাইন্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। রিমাইন্ডার টা হবে, ইফ ইট ইস মানডে দ্যান সেন্ড মি এ মেইল রিমাইন্ডার। মেইলের সাবজেক্ট এবং ম্যাসেজ আপনি আপনার রেসিপি সেট করার সময় দিয়ে রাখতে পারবেন।
আবার ধরুন, সোস্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য অথবা নেটওয়ার্কিং এর জন্য আপনার নিয়মিত আপডেট থাকতে হয়। সে ক্ষেত্রে আপনি রেসিপি তৈরী করতে পারবেন অনেকটা এমন, ইফ আই চ্যাঞ্জ মাই ফেসবুক প্রোফাইল পিকচার দ্যান চেঞ্জ মাই টুইটার প্রোফাইল পিকচার। অথবা ইফ আই পোষ্ট সামথিং অন ফেসবুক দ্যেন পোষ্ট ইট টু টুইটার। তারমানে আপনি যখন যখন আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন অথবা কিছু পোষ্ট করবেন তখন তখন অটোমেটেড ওয়্যেতে আপনার টুইটার প্রোফাইল পিকচার পরিবর্তন হয়ে যাবে অথবা পোষ্ট হয়ে যাবে।
শুধু তাই নয়, আপনি নির্দিষ্ট কোন হ্যাশটেগের জন্য টুইটারে লিষ্ট পর্যন্ত করতে পারবেন এই টুল এর মাধ্যমে।
অনলাইনের ১৬০ টি দরকারি এবং পপুলার চ্যানেল রয়েছে এর মধ্য। সাউন্ড ক্লাউড, ড্রপবক্স, ফেসবুক, টুইটার, এভারনোট, ইউটিউব, জিমেইল, ক্যালেন্ডার, এনড্রয়ড, আইওএস, ফোরস্কয়ার, ইবেয় কি নেই? সবচাইতে বড় কথা হচ্ছে এটা সম্পুর্ন ফ্রী।
তাই এখনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন, আর ব্যাবহার শুরু করে দিতে পারেন। ভাল লাগবে এটা নির্সন্দেহে বলে দিতে পারি।
অতিরিক্ত ধারনা পেতে নিচের ইউটিউব ভিডিওটা দেখতে পারেন
কিছু জনপ্রিয় এবং কার্যকরি রেসিপিঃ
১# টুইটার আনফলোয়ারকে সয়ংক্রিয় ভাবে বিদায় যানান
২# আপনার ক্রয়কৃত প্যাকেজটির তথ্য গুগল ক্যালেন্ডারে সয়ংক্রিয় ভাবে লিপিবদ্ধ হয়ে যাবে
#৩ যখনি কোন নতুন ফ্রী বই কিন্ডলে যুক্ত হবে আপনাকে তা সয়ংক্রিয় ভাবে মেইলের মাধ্যমে যানিয়ে দেয়া হবে
#৪ ফেসবুকের পরিবর্তন কৃত প্রোফাইল পিকচার সয়ংক্রিয় ভাবে টুইটারে পরিবর্তিত হয়ে যাবে
এরকম আরো হাজারো রেসিপি সম্বৃদ্ধ এই সাইটি আপনার অনেক কাজ সহজ করে দিবে। আপনি চাইলে নিজেই কাস্টম রেসিপি তৈরি করতে পারবেন।
রিসোর্সটি ভাল লেগে থাকলে শেয়ার করুন। আপনার শেয়ার আমাকে বেশি বেশি লিখতে উতসাহিত করবে। ধন্যবাদ সময় নিয়ে লিখাটি পড়ার জন্য।