fbpx

New Home

আমি আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

গ্রোথ হ্যাকিংডিজিটাল মার্কেটিং

সর্বশেষ লেখাসমূহ

সব লেখা
[td_block_3 limit=”6″]
[td_block_title block_template_id=”td_block_template_5″ custom_title=”অনলাইন প্রফেশনে আপনি কি নতুন?” el_class=”home-videobox” border_color=”#dd3333″ top_border_color=”#999999″ bottom_border_color=”#1e73be”]

আমার দেখা বেশির ভাগ নতুন অনলাইন প্রফেশনাল কনফিউজড থাকে কিভাবে কাজ শুরু করবে। আমি অসংখ্য বার এই প্রশ্ন পেয়েছি “ভাইয়া আমি এসইও কোর্স কমপ্লিট করলাম, টূকটাক কাজ পারি, কিন্তু বুঝতেসিনা কিভাবে শুরু করবো?”এটা অনেকটা গোলক ধাধার মত, অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া যায়না, আবার কাজ ছাড়া অভিজ্ঞতা অর্জন করা যায় না। বেশির ভাগ মানুষ এই যায়গাটাতেই স্ট্রাগল করে। পর্যাপ্ত ধারনা এবং প্লানিং না থাকার কারনে বেশির ভাগ প্রফেশনাল ভুল দিয়ে শুরু করে যার খেশারত লম্বা সময় পর্যন্ত দিতে হয়। শুরু করার জন্য নিচের যে কোন একটা অথবা সবগুলো পদ্ধতি ব্যাবহার করতে পারেন।

  • নিজের ওয়েবসাইট বানিয়ে তাতে প্র্যাকটিস করা।
  • টাস্ক অরিয়েন্টেড সার্ভিস সেল করা।
  • কোথাও ইন্টার্ন হিসেবে যোগ দিয়ে প্রফেশনাল স্কীল ডেভেলপ করা।
Scroll to Top