Zero to SEO Pro
একটি কোর্স থেকে আপনি আসলে কি ধরনের রিটার্ন খুজে থাকেন?
আপনার উত্তর যদি দ্বিতীয়টি হয়ে থাকে তাহলে এই কোর্সটি আপনার জন্য।
এই কোর্সে আপনি একদম নিজের হাতে আমার এবং আমার টিমের সুপার ভাইজেশনে একটা সাইট / পেইজ প্লানিং থেকে শুরু করে রেঙ্ক করা পর্যন্ত পুরো ধাপ সম্পন্য করবেন।
বর্তমানে মার্কেটের অন্যান্য যেই কোর্স গুলো আছে সেখান থেকে দেখেছি, বেশির ভাগ প্রতিষ্ঠান গুলো শুধু মাত্র থিউরিটিকাল নলেজ দিয়ে থাকে। যার ফলে যারা কুইক লার্নার অথবা নিজে নিজে অনেক বেশি ঘাটাঘাটির স্বভাব আছে, তারা কেউ কেউ হয়ত পরে কাজ গুলো শিখে নিতে পারেন। কিন্তু ৯০ ভাগ প্রফেশনাল কোর্স শেষ করার পর আর এই সেক্টরে কিছু করতে পারে না। কেননা তার থিউরিটাকাল নলেজ থাকলেও পরবর্তিতে তাতে কাজ করার কোন সুযোগ থাকে না। এবং ধীরে ধীরে সে আগ্রহ হাড়িয়ে ফেলে।
যেহেতু আমাদের কোর স্ট্রেংথ হচ্ছে এসইও এবং আমরা মুলত সার্ভিস প্রোভাইড করে থাকি, তার মানে আমরা রিসেন্ট আপডেট গুলো সম্পর্কে অবহিত। আপনাদের জন্য আমরা নতুন প্রজেক্ট শুরু করবো যা দিয়ে আপনারা প্রাকটিস করতে পারছেন। শুধু তাই নয়, পরবর্তিতে সুযোগ থাকলে হয়ত এই প্রজেক্টে আপনি লং টার্ম ইনভল্ভ থাকতে পারছেন।
যেহেতু আমার মুল বিজনেস ট্রেইনিং প্রোভাইড করা না, তাই আমি আসলে অনেক বেশি মানুষকে নিয়ে কোন প্লান করছি না। এটা হবে একটি পাইলট প্রজেক্ট। ছয় জনকে নিয়ে আমি এই কোর্সটি শুরু করছি, এবং আমি জানি এই কোর্সটি আপনাদের ক্যারিয়ার পরিবর্তন করে দেয়ার জন্য যথেষ্ট।
এই কোর্স থেকে কী পাচ্ছেন তার সারসংক্ষেপ
বোনাসঃ
যদি সব কিছু ম্যাচ হয় তাহলে আমাদের সাথেই থেকে যাওয়ার সুযোগ থাকছে।
র্কোস মডিউল বিস্তারিত
Practical SEO
- এসইও এর মুল কন্সেপ্ট এবং কিভাবে গুগল এলগরিদম কাজ করে।
- এসইও স্ট্র্যাটেজি কিভাবে পরিবর্তন হচ্ছে।
- কীওয়ার্ড খুজে পাওয়ার হিডেন ট্রিক্স।
- কীওয়ার্ড খুজে পাওয়ার প্রো টুলস গুলোর ব্যাবহার নিজের হাতে।
- কম্পেটিটর এনালাইসিস।
- কম্পিটিটরের কীওয়ার্ড গুলো বের করার উপায়।
- কন্টেন্ট প্লানিং।
- কন্টেন্ট এনালাইসিস।
- অনপেজ অপ্টিমাইজেশন, স্কীমা, এনালাইসিস।
- এসইও অডিট।
- লোডিং টাইম।
- লিঙ্ক বিল্ডীং স্ট্র্যাটেজি।
- এডভান্স লিঙ্ক আর্নিং ট্রিক্স।
- লিঙ্ক আউটরিচিং।
- লোকাল এসইও
Practice SEO & Amazon Niche Site Building
- এসইও কোর্সের সব +
- নিশ রিসার্চ।
- কীওয়ার্ড রিসার্চ।
- প্রোডাক্ট সিলেকশন।
- ওয়েবসাইট সেটআপ।
- কন্টেন্ট স্ট্রাকচার এবং আরো কিছু এডভান্স ট্রিক্স।
র্কোস সিডিউল
প্র্যার্ক্টিকেল এসইও
প্র্যার্ক্টিকেল এসইও এন্ড অ্যামাজন নিশ
সাইট বিল্ডিং
যোগাযগের ঠিকানাঃ
FAQ
আপনাদের পরবর্তি ব্যাচ কবে?
যেহেতু আমরা ট্রেইনিং ইন্সটিটিউশন না, তাই এটা আমাদের মুল ফোকাস না। তাই পরবর্তি ব্যাচ শুরু হবেই অথবা কবে শুরু হবে এই বেপারে কোন নিশ্চয়তা নেই। আগেই বলেছি আমরা অনেক বেশি কোয়ান্টিটি রিলেটেড কিছু প্লান করছি না, আমরা প্লান করছি কোর স্কিল ডেভেলপমেন্টের। এবং আমরা জানি, কোয়ান্টিটি কোয়ালিটি কমিয়ে দেয়। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে পরবর্তি ব্যাচের জন্য আসলে অপেক্ষা করা বুদ্ধিমান হবে না।
© growwithnahid.com 2018. Privacy Policy | Terms of Service