fbpx

স্মার্ট লার্নিং এর ৩ টি সহজ কৌশল

নতুন কিছু শিখতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে আপনার শেখার পদ্ধতিটা ইফেক্টিভ হচ্ছে না? মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে কিভাবে বেটার ওয়ে ফলো করে লং টার্ম এর জন্য কোন কিছু শেখা যায় যা আপনার প্রফেশনাল লাইফে পরবর্তীতে হেল্প করবে!একটি নির্দিষ্ট লার্নিং স্ট্র‍্যাটেজি সহায়তা করে কিভাবে আপনি আপনার স্মৃতিশক্তি, চিন্তাভাবনা বা লজিককে সঠিকভাবে কাজে লাগিয়ে শিখতে পারবেন।

ডিজিটাল যুগে শেখার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অনায়াসে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কোর্স শিখি। কেউ ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিজে শেখার চেষ্টা করি আবার কেউ গ্রুপ স্টাডি করে। কিন্তু সবার ক্যাপচার করার ক্ষমতা ভিন্ন হওয়ায় লার্নিং স্ট্র‍্যাটেজি ও ভিন্ন। তাই সঠিক স্ট্র‍্যাটেজি ফলো করে শিখলে তা দীর্ঘ সময়ের জন্য আমাদের মনে থাকবে এবং প্রফেশনাল লাইফে আমরা তা কাজে লাগাতে পারবো।

এই ভিডিওতে আমি ৩ টি ইফেক্টিভ উপায় শেয়ার করেছি যার মাধ্যমে সহজেই আপনি আপনার শেখার সম্ভাবনাকে আরো দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন! তাহলে, দেখে নিন কোন পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার লার্নিং স্কিলকে ইম্প্রুভ করতে পারবেন।

চাকরি ক্ষেত্রের প্রতিযোগিতায় আপনার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট জার্নি আরো সহজ করতে আমাকে ফলো করুন ফেসবুক এবং ইউটিউব এ।

 

 

রিলেটেড পোস্ট:

Scroll to Top