fbpx

প্রফেশনাল সফট স্কিল ডেভেলপমেন্ট – পর্ব ২ (ইমেইল সিগনেচার)

আমাদের প্রতিনিয়তই কাজের প্রয়োজনে প্রফেশনাল এবং পার্সোনাল ইমেইল পাঠাতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ে প্রফেশনাল ইমেইল সিগনেচার তৈরির ক্ষেত্রে অনেকেই উদাসীন থাকেন অথবা অনেকেই জানেন না কিভাবে একটি চমৎকার প্রফেশনাল এবং কনভার্শন ফ্রেন্ডলি ইমেইল সিগনেচার তৈরি করা যায়! এই প্রফেশনাল ইমেইল সিগনেচার আপনাকে সেলস, মার্কেটিং আর ব্র্যান্ড এডভার্টাইজিং এ অনেক হেল্প করবে এবং এটি সম্পূর্ণ ফ্রী!!

আজকে আমার ভিডিওর বিষয় হলো কীভাবে আমরা খুব সহজেই একটি ফ্রি টুল ব্যবহার করে কাস্টমাইজড ইমেইল সিগনেচার বানাতে পারি। এই ভিডিওতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোগো কীভাবে এড করবেন, কীভাবে সোস্যাল মিডিয়ার লিঙ্ক সিগনেচার পার্টে এড করবেন এই বিষয়ে ব্রিফলি বলা হয়েছে। এছাড়াও, আপনার ইমেইল সিগনেচার সেকশনে আরো কি কি অপশন এড করা যাবে যাতে সিগনেচারটি আরো প্রফেশনাল দেখায়, সেই সব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। অনেক হেল্পফুল এই ফ্রী টুলের সম্পূর্ণ টিউটরিয়াল আমার ভিডিও টিতে রয়েছে। তাই,অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে।

এরকম সহজ কিন্তু প্রফেশনাল লাইফের জন্য গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন!

 

রিলেটেড পোস্ট:

AI

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সঃ ভবিষ্যত কর্মসংস্থানের জন্য আশীর্বাদ না অভিশাপ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স! অনেকেই ভয় পাচ্ছেন, সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অনেক কর্ম সংস্থান নষ্ট করে দিবে। অনেক

Read More »