fbpx

আপনার ব্যর্থতার ৩০ কারন যা হয়তো আপনি নিজেও জানেন না

প্রায় এক দশকেরও বেশী সময় ধরে কমিউনিটিতে কন্ট্রিবিউট করাতে প্রচুর মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। কাজ করার সুযোগ হয়েছে। গ্লোবাল কমিউনিটিতে কাজ করার কারনে একি ভাবে গ্লোবাল মানুষজনের সাথেও প্রচুর কাজ করা হয়েছে। এবং এই অভিজ্ঞতা গুলোকে যদি এক করি তাহলে আমি দেখেছি নিচের এই কারন গুলার জন্য বাংলাদেশের বেশির ভাগ প্রফেশনাল স্ট্রাগল করে থাকে তাদের ক্যারিয়ার নিয়ে।

মজার বেপার হচ্ছে বেশির ভাগ মানুষ কিন্তু এটা রিয়েলাইজ ও করে না, অথবা খুঁজে বের করতে চায় না। আরেকটা বেপার, কোন মানুষই ভুলের উর্ধে না, সবার দুর্বলতা আছে, আমারও আছে। তবে আমরা এর সমাধান তখনি করতে পারবো যখন আমরা রিয়েলাইজ করবো এটা আমার একটি সমস্যা এবং আমি এটাকে সমাধান করতে চাই।

আমি নিচে আমার অব্জার্ভেশন গুলো শেয়ার করছি-

  1. অন্যকে দোষারোপ করার স্বভাব
  2. অন্যের উপর অকারণেই নির্ভর করে থাকা
  3. প্রফেশনালিসম এর অভাব
  4. কমিউনিকেশন স্কীলের অভাব
  5. অকারণে সহজ জিনিষ গুলাকে জটিল করা
  6. সুপেরিওর কমপ্লেক্সসিটি
  7. সবসময় শুধু নিজের লাভের কথা ভাবা
  8. নিজে ছাড়া বাকি সবাইকে বোকা ভাবা
  9. ফাইনানশিয়াল ম্যানেজমেন্ট স্কীল ডেভেলপ না করা
  10. এরোগেন্সি অথবা অহংকারী হয়ে উঠা
  11. নিজে যে সুবিধা পাচ্ছি তাতে ফোকাস না করে বাকিরা বেশি পাচ্ছে কেন তা নিয়ে হিংসা করা
  12. নিজের দক্ষতা না বাড়ানো
  13. যুগের সাথে সাথে নিজের প্লানিং এবং স্ট্র্যাটেজির পরিবর্তন না করা
  14. নেটোয়ার্কিং এর দুর্বলতা
  15. ডাটা এনালাইসিস না করা
  16. মার্কেট এনালাইজ না করা
  17. সেলস এবং মার্কেটিং নিয়ে না ভাবা
  18. আমি সব জানি টাইপের মনোভাব
  19. প্রায়োরিটি সেট করতে না পারা
  20. নতুন জেনারেশনের সাথে মিশতে না পারা
  21. টিমের সাথে এডজাস্ট করতে না পারা
  22. ডিজিটাল টুল গুলোকে এভয়েড করা
  23. বই না পড়া
  24. রিলেভেন্ট নতুন কিছুতে দক্ষতা না বাড়ানো
  25. যতটুকু পাচ্ছি তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করা
  26. সাহায্য চাইতে গিয়ে এমন ভাবে চাওয়া যেন পাওনা কোন কিছু ফেরত চাচ্ছি
  27. উপকার পাওয়ার পর তা ভুলে যাওয়া
  28. কিছু সফলতা পাওয়ার সাথে সাথে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা
  29. কাজের এবং ফ্যামিলি দুই ক্ষেত্রেই ডিসিপ্লিন লাইফ লিড না করা
  30. প্রফেশনাল দক্ষতাতে সময় এবং টাকা ইনভেস্ট করতে কার্পন্য করা

উপড়ের লিস্টের মধ্যে অনেক জায়গাতে আমার নিজেরও ইম্প্রুভ করতে হবে। তাই লিখে রাখলাম, যেন সহজে চোখ বুলানো যায় এবং ইম্প্রুভ করা যায়। আপনি বুকমার্ক করে রাখতে পারেন, ইম্প্রুভ স্কোপ গুলো চোখের সামনে থাকলে ইম্প্রুভ করতে সহজ হয়।

আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন

রিলেটেড পোস্ট:

Scroll to Top