fbpx

যেকারণে ক্যারিয়ারে স্টার থেকে স্ট্রাগলার হয়ে যেতে পারেন

প্রফেশনাল লাইফ একটা কন্টিনিউয়াস জার্নি।

এখানে নিয়মিত নিজেকে আপগ্রেড করতে না পারলে এক পর্যায়ে গিয়ে আটকে যেতে হয়।

অনেক সময় আমরা একটা নির্দিষ্ট গ্রোথের পর আর এগোতে পারি না।

এটা হয় কারণ আমাদের স্কিলসেট সেই জায়গায় এসে থেমে যায়।

হয়ত ক্যারিয়ারের শুরুতে দ্রুত শেখা গেছে, প্রমোশনও পাওয়া গেছে।

কিন্তু তারপর যখন নতুন চ্যালেঞ্জ আসে, তখন যদি নিজেকে সেই অনুযায়ী তৈরি না করা যায়, আমরা পিছিয়ে পড়ি।

উদাহরণ দেই:

👉 আপনি বর্তমান পজিশনে ভালো পারফর্ম করলেন → আপনাকে টিম লিডার বানানো হলো।
👉 কিন্তু আপনি যদি এখনও আগের মতো ভাবেন ও কাজ করেন — তাহলে নতুন রোলে গিয়ে স্ট্রাগল করতেই হবে।

কারণ, টিম লিডার হওয়ার পর আপনার

👉 অ্যাটিটিউড,
👉 দায়িত্ববোধ,
👉 কমিউনিকেশন স্টাইল — সবকিছুই বদলে যেতে হয়।

যদি নিজেকে সেই অনুযায়ী মোডিফাই করতে না পারেন, তাহলে যে আপনি একসময় স্টার পারফর্মার ছিলেন, সেই আপনি-ই এখন পিছিয়ে পড়বেন।

উদ্যোক্তাদের জন্যও এটা ১০০% সত্য।

কমফোর্ট জোনে থেকে ২০ জনের টিম তৈরি করা যায়, কিন্তু ২০০ জনের টিম চালাতে হলে

💡 চিন্তার ধরন,
📊 স্ট্র্যাটেজি,
🛠️ এক্সিকিউশন— সবই বদলাতে হয়।

পরবর্তী লেভেলে যেতে হলে, আগে নিজের চিন্তাকে পরবর্তী লেভেলে নিতে হবে।

নিজেকে আপডেট না করলে, আপনি আটকে যাবেন।

*গ্রোথ মানে শুধু নতুন টাইটেল না, গ্রোথ মানে নতুন ভার্সন অফ ইউ।*

রিলেটেড পোস্ট:

AI

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সঃ ভবিষ্যত কর্মসংস্থানের জন্য আশীর্বাদ না অভিশাপ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স! অনেকেই ভয় পাচ্ছেন, সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অনেক কর্ম সংস্থান নষ্ট করে দিবে। অনেক

Read More »
Scroll to Top