fbpx

কিভাবে পেওনিয়ার একাউন্টের সাথে বিকাশ একাউন্টের সংযোগ স্থাপন করবেন?

Bangladesh Association of Software & Information Service (BASIS) থেকে প্রাপ্ত একটি তথ্য অনুসারে, বাংলাদেশ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার আউটসোর্সিং খাত থেকে উপার্জন করে, যার প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয় ফ্রিল্যান্সারদের কাজের মাধ্যমে।     

২০১৭ সালে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এর এক গবেষণা অনুযায়ী, অনলাইন আউটসোর্সিং-এ সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।   

বিগত ১৩ বছরে এই প্রযুক্তিখাতে সরকারের পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগে প্রায় ২০ লক্ষাধিক তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

অর্থনীতির এই চাকাকে আরো গতিশীল এবং সম্বৃদ্ধশালী করতে অতিসম্প্রতি বিকাশ, ব্র্যাক ব্যাংক এবং পেওনিয়ার যৌথ উদ্যোগে চালু করলো এক দুর্দান্ত অভিনব সেবার। যার মাধ্যমে একজন ফ্রিল্যান্সার ঘরে বসেই যে কোন সময়ে বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে পেওনিয়র একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন কোন রকমের ঝুট ঝামেলা ছাড়াই।    

যেমনঃ

  • সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা যে কোন মুহুর্তে পেওনিয়র একাউন্ট থেকে টাকা আনা এবং উত্তোলন করা যাবে। 
  • পেওনিয়ারে সর্বনিম্ন ১,০০০ টাকা সমমূল্যের মার্কিন ডলার থাকলে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যাবে। 
  • দৈনিক সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা ( এক লক্ষ পঁচিশ হাজার) টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। 
  • প্রতিটি সফল এবং বিফল লেনদেনের হিসাব নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন। 
  • এই ধরণের লেনদেন অতিরিক্ত পেপারওয়ার্কের কোন প্রয়োজন নেই। 

পেওনিয়র একাউন্টের সাথে বিকাশ একাউন্টের সংযোগ স্থাপনের ধাপসমূহ  

পেওনিয়র একাউন্টের সাথে বিকাশ একাউন্টের লিংক আপ বা সংযোগ স্থাপন খুবই সহজ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া মাত্র ৩ টি ধাপে আপনি সম্পন্ন করতে পারেন। 

ধাপ# ০১

আপনার মোবাইল থেকে বিকাশ একাউন্ট বা অ্যাপে লগ ইন করুন। অতঃপর রেমিট্যান্স নির্বাচন করুন। তারপর পেওনিয়র (Payoneer) অপশনটি নির্বাচন করুন এবং আমার Payoneer অ্যাকাউন্ট লিঙ্ক নির্বাচন করুন। 

ধাপ# ০২

আপনার Payoneer এর ইমেল এবং Payoneer পাসওয়ার্ড লিখুন। সয়ংক্রিয়ভাবে Payoneer এবং বিকাশ আপনার একাউন্ট যাচাই করবে এবং আপনি প্রক্রিয়ার সাথে এগিয়ে যান। 

ধাপ# ০৩

প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে যে আপনার Payoneer অ্যাকাউন্টটি বিকাশ একাউন্টের সাথে সংযুক্ত  হয়েছে। 

এই তিনটি ধাপ সম্পন্নের আপনার পেওনিয়ার একাউন্টি বিকাশের সাথে একটিভ হয়ে যাবে এবং আপনি তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনের সক্ষম হবেন। 

বিকাশের মাধ্যমে পেওনিয়র থেকে কিভাবে টাকা উত্তোলন উপায় 

Payoneer অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উত্তোলনের নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুন। 

ধাপ# ০১

প্রথমে আপনার বিকাশ একাউন্টের অ্যাপের মাধ্যমে আপনি যে বৈদেশিক মুদ্রা সমমুল্যের টাকা উত্তোলন করতে চান তা নির্বাচন করুন। 

ধাপ# ০২

এরপর যে পরিমাণ টাকা উত্তোলন করতে চান তা উল্লেখ করুন এবং “প্রসিড” বাটনে এ ক্লিক করুন।

ধাপ# ০৩

তারপরে আপনি কারেন্সি কনভারটার ক্যাল্কুলেশনের মাধ্যমে টাকার (BDT) পরিমাণ দেখতে সক্ষম হবেন। আপনি উত্তোলন করতে চাইলে, “ট্যাপ টু কন্টিনিউ”-বাটনে এ ক্লিক করুন।   


ধাপ# ০৪

একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার টাকা উত্তোলনের রিকুয়েস্টটি দেখতে পাবেন। 

ধাপ# ০৫

এরপর আপনার কনফারমেনশন জানানো হবে এবং লেনদেন সম্পন্নের নোটিফিকেশন সয়ংক্রিয়ভাবে আপনার নিকট চলে আসবে। 

তাহলে আর দেরি কেন? এখনই আপনার পেওনিয়র একাউন্টের সাথে বিকাশ একাউন্ট সংযুক্ত করুন এবং টাকা উত্তোলন করুন কোন ঝামেলা ছাড়া অনায়াসেই।

ইমেজ সোর্সঃ পেওনিয়র।

রিলেটেড পোস্ট:

AI

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সঃ ভবিষ্যত কর্মসংস্থানের জন্য আশীর্বাদ না অভিশাপ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স! অনেকেই ভয় পাচ্ছেন, সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অনেক কর্ম সংস্থান নষ্ট করে দিবে। অনেক

Read More »
Scroll to Top