fbpx

আউটসোর্সিং কনফারেন্স ২০২০

বেসিস সফট এক্সপো ২০২০, এশিয়ার সবচাইতে বড় এক্সিবিশন। অনুষ্ঠিত হতে যাচ্ছে, ৬-৯ ফেব্রুয়ারি। যার দ্বিতীয় দিন অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি বিকেল ৩ টা থেকে ৫ টা, এই সময়টাতে হতে যাছে বাংলাদেশের সবচাইতে বড় আউটসোর্সিং কনফারেন্স। যেখানে দেশি এবং বিদেশি বক্তারা তুলে ধরবেন তাদের অভিজ্ঞতা।

এই ইভেন্টটি পরিচালনাতে থাকছি আমি এবং এমরাজিনা ইসলাম। ইভেন্টটি স্পন্সর করেছে পেওনিয়ার এবং ব্যাংক এশিয়া। ইভেন্টটিতে কথা বলবে ইন্ডাস্ট্রির অভিজ্ঞ প্রফেশনালগন, যাদের কে দেখে আমি নিজে অনেক অনুপ্রাণিত হই, এবং অনেক কিছু শিখেছি। ইভেন্টে থাকছেন বেশ কিছু তথ্য বহুল দিক নির্দেশনা, যা সবাইকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। ইভেন্টে কথা বলবেন

  • ফারহানা এ রহমান,  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বেসিসঃ ব্যবসায় সম্প্রসারণে বেসিস’র ভূমিকা কেন গুরুত্বপূর্ণ
  • মিনহাজ আনোয়ার, গ্রামীণফোন স্টার্টআপ ইকো সিস্টেমের প্রধানঃ আউটসোর্সিং এর ‘শুন্য থেকে ১০ বনাম ১০-১০০’
  • আব্দুল্লাহ জায়েদ, প্রধান নির্বাহী, জায়েদ করপঃ ব্যবসায় নেটওয়ার্কিংয়ের গুরুত্ব।
  • কাওছার আহমেদ নিরব, প্রধান নির্বাহী, কাট আউট উইযঃ মার্কেটপ্লেসের বাইরে, আগামীর জন্য প্রস্তুতি

এছাড়াও একটি প্যানেল ডিসকাশন থাকছে, যেখানে আলোচনা করা হবে বিজনেস লিডারশীপ নিয়ে। এখানে কথা বলবেন

  • রাইসুল কবির, প্রধান নির্বাহী, ব্রেইন স্টেশন ২৩।
  • সাইদুর মামুন খান, মার্কেটিং ডাটা অপারেশন বিভাগের প্রধান, আপওয়ার্ক।
  • কাওসার আহমেদ, প্রধান নির্বাহী, জুমশেপার।

এছাড়াও পেওনিয়ার এবং ব্যাংক এশিয়া তাদের পক্ষ থেকে কথা বলবেন, শেয়ার করবেন তারা কিভাবে বাংলাদেশের বিজনের এবং অনলাইন প্রফেশনালদের কে সামনে এগিয়ে যেতে সহায়তা করতে পারে।

বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় আউটসোর্সিং কনফারেন্সের অংশ হতে চাইলে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://bit.ly/2GDCPr6

এছাড়া সফট এক্সপোর ভ্যানুতে ঢুকতে রেজিস্ট্রেশন করুনঃ https://softexpo.com.bd/visitor-registration

 

 

রিলেটেড পোস্ট:

Scroll to Top