fbpx

প্রফেশনাল সফট স্কিল ডেভেলপমেন্ট – পর্ব ১ (গুগল ক্যালেন্ডার)

বর্তমান সময়ে নিজেকে প্রফেশনালি দক্ষ করে তুলতে ডিজিটাল টুলস সম্পর্কে ভাল জ্ঞান থাকা দরকার। নিজেকে যুগের সাথে আপ টু ডেট রাখতে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন টুলস নিয়ে আইডিয়া থাকা উচিত। কিন্তু, টুলস সম্পর্কে ধারণা থাকা এবং টুলস এর সদ্ব্যবহার করা দুটো এক জিনিস নয়। প্রায়ই আমরা চাকরির ক্ষেত্রে ছোটখাট ভুল করে থাকি যার কারণে আমাদের কাজগুলো খুব আনপ্রফেশনাল দেখায়। স্মার্ট টুলস ইউজ করে আপনি নিজেকে প্রফেশনালি এবং পারসোনালি দক্ষ করে তুলতে পারেন কিছু সহজ টিপস এর মাধ্যমে!

জেনে নিন 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐂𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫 সম্পর্কে!

Google Calendar একটি ফ্রি অনলাইন ক্যালেন্ডার যেখানে আপনি বিভিন্ন মিটিং বা ইভেন্টগুলোর ট্র্যাক রাখতে পারেন এবং সেগুলো ক্লায়েন্ট বা সহকর্মীদের সাথে শেয়ার করতে পারেন৷ এর ই সাথে 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐂𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫 এর মাধ্যমে আপনি রিমাইন্ডার বা ইনভাইটেশন সেট করতে পারবেন খুব সহজেই।

কেন ব্যবহার করবেন 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐂𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫?

পেশাগত জীবনে, আপনাকে প্রায়ই ক্লায়েন্টদের সাথে মিটিং সেট করতে হয় কিন্তু কিছু ভুলের জন্য মাঝে মধ্যেই মিটিং এজেন্ডা সম্পর্কে আপনার এবং ক্লায়েন্টদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে! Google Calendar এর সাহায্যে সঠিকভাবে আপনি মিটিং এর আয়োজন করতে পারবেন যেখানে আপনার ক্লায়েন্ট এর কাছে মেইল এর মাধ্যমে একটি ইনভাইটেশন লিঙ্ক চলে যাবে।

কীভাবে প্রফেশনালি 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐂𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫 ব্যবহার করবেন?

এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কিছু কমন মিসটেক দেখাতে যা আমরা সচরাচর করে থাকি এবং কীভাবে এই ভুলগুলো সংশোধন করে সঠিকভাবে ক্লায়েন্ট এর সাথে মিটিং সেট করা যায়।

প্রফেশনাল লাইফে নিজের দক্ষতাকে কীভাবে আরো ইম্প্রুভ করা যায় সেই সম্পর্কিত ভিডিও পেতে আমাকে সোস্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল ফলো করুন।

 

 

রিলেটেড পোস্ট:

Scroll to Top